সবরের পুরস্কার-Pdf Download

সবরের পুরস্কার-PDF Download
মাসরূর মাহমুদ
প্রকাশনায়
professor’s book corner
প্রফেসর’স বুক কর্ণার ১৯১ ওয়ারলেছ রেলগেইট, বড় মগবাজার, ঢাকা-১২১৭
প্রকাশক
এ এম সাইফুল ইসলাম ফাহাদ
পরিচালক, প্রফেসর’স বুক কর্ণার
১৯১ ওয়ারলেস রেলগেট বড় মগবাজার, ঢাকা-১২১৭

সবর শব্দের বিশ্লেষণ
সবর শব্দটি ব্যাপক অর্থবহ,সবর শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড গতিশীল, দৃঢ়তা, ধৈর্য, সহিষ্ণুতা, patience, forbearance ইত্যাদি।
তাজুল উরুস’ গ্রন্থে বলা হচ্ছে- সবর শব্দের অর্থ হচ্ছে কোনাে কাজ থেকে বিরত থাকার ওপর ধৈর্যধারণ করা।
আল মু’জামূল ওয়াসিত অভিধানে বলা হচ্ছে- সবর শব্দের অর্থ হচ্ছে অস্থিরতা পরিহার করে দৃঢ়তা প্রদর্শন করা। যেমন পবিত্র কুরআনে এসেছে


অর্থাৎ, আর তুমি নিজকে ধৈর্যশীল রাখ তাদের সাথে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে।
(সূরা কাহফ : ২৮)
আবার অন্য অর্থে বলা হচ্ছে- সবর শব্দের অর্থ হচ্ছে বা বাধা প্রদান করা, আটকে রাখা,বা নফসকে সংযত রাখা। যেমন রমযান মাসকে বলা হয়ে থাকে ‘ বা সংযত থাকার মাস। কেননা এ মাসে মনের কুপ্রবৃত্তি থেকে নিজের