শব্দে শব্দে আল কুরআন ১ম-১৪তম খন্ড Pdf

শব্দে শব্দে আল কুরআন ১ম-১৪তম খন্ড Pdf
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
লেখক
মাওঃ মুহাম্মদ হাবিবুর রহমান
মাওঃ মুহাম্মদ হাবিবুর রহমান
সর্ব শক্তিমান রাব্বল আলামীনের লাখাে কোটি শােকর, যিনি আমার মতাে তার এক নগণ্য বান্দাহর হাতে তার চিরন্তন হিদায়াতের একমাত্র মহাগ্রন্থ আল কুরআনের এ বিশাল খিদমত নিয়ে তার এ বান্দার জীবনকে মহিমান্বিত করেছেন।
দরূদ ও সালাম সকল নবী-রাসূল ও মুসলিম উম্মাহর চিরন্তন নেতা, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর।
ডাউনলোড লিকংগুলো নিচে দেয়া হলো
আল্লাহ অশেষ রহমত বর্ষণ করুন তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কিরামের উপর।
মহান আল্লাহর দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তার এ নগণ্য বান্দার খিদমতটুকুকে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন।
১ম,২য়,৩য় ও ৪র্থ খন্ড
আধুনিক প্রকাশনী বাংলাদেশের সম্ভ্রান্ত প্রকাশনা সংস্থাগুলাের অন্যতম।
মূলত এ ধরনের তাফসীর সংকলনের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান।
৫ম,৬ষ্ঠ,৭ম,৮ম,৯ম,১০ম
আমি শুধু তাদের উদ্যোগকে কাজে পরিণত করেছি।
প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনােয়ার হুসাইন সাহেবের পরিকল্পনা অনুযায়ী এবং তাঁর অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলাের মুখ দেখেছে।
১১তম,১২তম,১৩তম ও ১৪তম
আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন। কাজ শুরু করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতােমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে।
অতপর মহান আল্লাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে। সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর শােকর পুনরায় আদায় করছি।