মক্কার পথ-The Road To Mecca- ইসলামিক Pdf বই

মক্কার পথ-The Road To Mecca- ইসলামিক Pdf বই
মক্কার পথ-The Road To Mecca- ইসলামিক Pdf বই|| Pdf আকারে ইসলামিক বই Aazeen Of Islam
আমাদের ফেসবুক পেইজ: https://www.facebook.com/AazeenOfIslam/
আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/c/AazeenOfIslam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার
এখানে আপনারা আপাদত পাচ্ছেন ৫০০+ ইসলামিক বই এবং প্রতিদিন ই নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে আমাদের সাইট টিতে
এছাড়াও আপনারা আমাদের সাইটিতে পাচ্ছেন ইসলামি অডিও/ ভিডিও লেকচার এবং বিভিন্ন ক্বারীর কোরআন তিলাওয়াত,
আরও যুক্ত হতে যাচ্ছে অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
মক্কার পথ-The Road To Mecca- ইসলামিক Pdf বই
“Disclaimer”
১। আমাদের উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নয়
২। আমাদের বই গুলো আমরা কখনো নিজে Pdf করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে
৩।বইগুলো যেহেতু আমাদের কালেক্টেড তাই প্রাকশণীর আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে আপনি ক্লেইম করতে পারেন।
আমাদের সাইটের APP
ডাউনলোডের পূর্বে VPN ব্যবহার করুন কারণ ফাইলটি মিডিয়া শেয়ার এ দেয়া
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
মক্কার পথ-The Road To Mecca- ইসলামিক Pdf বই
“BOOK REVIEW”
বইয়ের নামঃ মক্কার পথ-The Road To Mecca
লেখকঃ
মুহম্মদ আসাদ শাহেদ আলী
পৃষ্ঠা : ৪০১
সাইজ :১৩.৯ মেগাবাইট
Download করুন
আরব উপদ্বীপের অত্যন্তরভাগে বছরখানেক কাটিয়ে পবিত্র নগরীর পূর্বে আরাফাত প্রান্তরে হাজীদের জমাতে ঠিক হজের সময়ে শামিল হবার জন্য আমি কোনাে রকমে ফিরে এসেছিলাম মক্কায়। এবং আরাফাত থেকে ফেরার পথে আমি দেখতে পেলাম—আমি ছিলাম সাদা পােশাক-পরা
নজদী বেদুঈনদের এক বিপুল জনতার সংগে–ধূলি প্রান্তরের উপর দিয়ে ঘন পদক্ষেপ এবং দ্রুত গতিতে উট হাঁকিয়ে চলেছে, সাদা পােশাক-পরা মানুষের এক সমুদ্র যেনাে—
কেউ মধুরঙা হলদে উটের পিঠে, কেউ চড়েছে স্বর্ণাত বাদামী রঙের উটে এবং কেউবা লালচে বাদামী রঙের উটে; উচ্চকিত পৃথিবী কাপানাে গতিতে নর্তন-কুর্দন করতে করতে আগিয়ে চলেছে
হাজার হাজার উট যেন একটা অপ্রতিরােধ্য তরংগ ধেয়ে চলেছে সামনের দিকে—কওমী ঝাণ্ডাসমূহ গর্জন করছে বাতাসে এবং কওমী হাঁক-ডাক যার মাধ্যমে ওরা ওদের বিভিন্ন কওমের এবং ওদের পূর্বপুরুষদের বীরত্বপূর্ণ কার্যকলাপের কথা ঘােষণা করে থাকে—ঢেউয়ের আকারে উচ্ছ্বসিত হয়ে উঠছে প্রত্যেক দলের মধ্য থেকে। আসলে