মানুষের জীবনে বিপদ-আপদ হচ্ছে নিত্যসঙ্গী,বিপদ কখনো কারো জীবনে বলে-কয়ে আসে না।
আমরা মানুষ স্বভাবতই কোন বিপদ আপদে পড়লে হতবিহ্বল হয়ে পড়ি।
তখন আমাদের চিন্তা ভাবনা বিক্ষিপ্ত হয়ে পড়ে,আমরা দীশেহারা হয়ে যায় হতাশ হয়ে পড়ি তখন আমাদের করণীয় কি তা ভুলে যাই আমরা।
আমরা ভুলে যাই আমাদের একমাত্র উদ্ধারকারীকে,আমরা ভুলে যাই বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতে,যিনি চাইলে মূহুর্তের মধ্যই পারেন আমাদের পেরেশানির পাহাড়কে সরিয়ে দিতে।
যেকোন বিপদাআপদ থেকে উদ্ধারের জন্য পবিত্র কোরআন এবং রাসুল (সা.) এর হাদিসে কিছু দোয়াও আমলের কথা বর্ণিত রয়েছে
আনাস (রা.) হতে বর্নীত
রাসুলুল্লাহ (সা.) এর কাছে যখন কোন কাজ কঠিন হয়ে দেখা দিত,তখন তিনি এ দোয়াটি বেশি বেশি পড়তেন