বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং || Aazeen

বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং || Aazeen
বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং || Aazeen Aazeen Of Islam
আমাদের ফেসবুক পেইজ: https://www.facebook.com/AazeenOfIslam/
আমাদের ইউটিউব চ্যানেল https://www.youtube.com/c/AazeenOfIslam
আমাদের ফেসবুক গ্রুপ
https://www.facebook.com/groups/AazeenPdf/
আমাদের Gmail
aazeenofislam@gmail.com
আমাদের ইনস্টাগ্রাম
https://www.instagram.com/aazeenofislam/
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার
এখানে আপনারা আপাদত পাচ্ছেন ৩০০+ ইসলামিক বই এবং প্রতিদিন ই নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে আমাদের সাইট টিতে
এছাড়াও আপনারা আমাদের সাইটিতে পাচ্ছেন ইসলামি অডিও/ ভিডিও লেকচার এবং বিভিন্ন ক্বারীর কোরআন তিলাওয়াত,
আরও যুক্ত হতে যাচ্ছে অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং || Aazeen
“Disclaimer”
১। আমাদের উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নয়
২। আমাদের বই গুলো আমরা কখনো নিজে Pdf করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে
৩।বইগুলো যেহেতু আমাদের কালেক্টেড তাই প্রাকশণীর আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না সেক্ষেত্রে যে PDF টি করেছে তার কাছে আপনি ক্লেইম করতে পারেন।
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং || Aazeen
“BOOK REVIEW”
বইয়ের নামঃ বিধ্বস্ত সিরিয়ার হৃদয় হতে এক নারীর অনিঃশেষ যাত্রার ধারাবর্ণনা -দ্য ক্রসিং
লেখক: সামার ইয়াজবেক
পৃষ্ঠা :২৮৭
সাইজ :৭.৯৬মেগাবাইট
আমি শিগগির আবিষ্কার করেছিলাম যে, ‘ফ্রি আর্মি শুনলে যে সুবিন্যস্ত ও সুগঠিত একদল লােকের কথা মনে হয়, বাস্তবে মােটেও এরা তা ছিল না।
বরং এরা ছিল বিপথগামী একটা দল, যাদের আচরণ ছিল আলাদা ও অদ্ভুত নিষ্ঠুর থেকে দয়াশীল, সব ধরনের মিশেল। এই লড়াকু সেনারা ছিল অতি সাধারণ লােক, যাদের রাস্তায় দেখলে আলাদা করে চেনার উপায় নেই;
ডাউনলোড লিকং নিচে দেয়া হলো
কিন্তু তারা বিপ্লবের চেতনা বা মতাদর্শের সম্পূর্ণ বিরােধী এবং সামগ্রিকভাবে তাদের ফোকাসও নষ্ট হয়ে গেছে।
সুতরাং, তাদের নাম সশস্ত্র সাধারণ জনগণের বাহিনী হওয়াটাই বেশি যুক্তিসংগত ছিল।
সামনের সিটে মায়সারাও তার বন্দুক নিয়ে সতর্ক রইল আর আমাদের ড্রাইভার একাগ্রচিত্তে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যেতে লাগল। আমার ডান পাশে মােহাম্মদও ছিল সশস্ত্র ও তৈরি। সন্ধ্যার গাঢ় আঁধার গলে আমরা পথ চলছিলাম, উঁচু সাইপ্রেস গাছগুলাে সংকীর্ণ রাস্তাটার দিকে গলা নামিয়ে দিয়েছিল।