বড় শির্ক ছােট শির্ক-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam

সংকলন
শাইখ মােস্তাফিজুর রহমান বিন্ আব্দুল আজিজ আল-মাদানী
সম্পাদনা
শাইখ আবদুল হামীদ ফাইযী আল-মাদানী
প্রকাশনায়
দারুল ইরফান, ঢাকা বাংলাদেশ
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
৭.২৯মেগাবাইট
ইসলাম সম্পর্কে চরম মূখতাঃ
কোরআন ও হাদীসের ব্যাপারে চরম মূর্খতা শির্ক বিস্তারের সর্বপ্রথম ও সর্ববৃহৎ কারণ।
এ কারণেই মানুষ অতি সহজভাবেই পিতৃপুরুষ কর্তৃক প্রচলিত নীতি ও রসম-রেওয়াজের অন্ধ অনুসারী হয়ে যায় এবং এ কারণেই মানুষ ওলী-বুযুর্গদের ব্যাপারে বাড়াবাড়ি করতে শিখে।
উক্ত কারণেই এমন কিছু মাজারের পূজা করা হয় যেখানে কোন পীরফকির শায়িত নেই এবং এ কারণেই কোন পীর-ফকির যেনা-ব্যভিচার করলেও তা মুখ বুজে সহ্য করা হয়।
DOWNLOAD LINK GIVEN BELOW
প্রকাশ্যে মদের আড্ডা জমানাের পরও তাকে বরাবর ভক্তি করা হয়।
উলঙ্গ হয়ে সবার সম্মুখে দিন-রাত ঘুরে বেড়ালেও তার বুযুর্গীর মধ্যে এতটুকুও কমতি আসে না।
বিদ্যা-বুদ্ধির এহেন অপমৃত্যু, বিচার-বিবেচনার এ দীনতা, চরিত্রের এ অবক্ষয়-অবনতি, মানবিক আত্মমর্যাদাবােধের
এ খােলা অপমান এবং আকীদা-বিশ্বাসের এমন অস্তিত্ব হনন কোরআন ও হাদীসের ব্যাপারে চরম মূখতার ফল বৈ আর কি?