ছেটিদের হযরত আলী (রাঃ)-PDF আকারে ইসলামিক বই|| Aazeen Of Islam

ছেটিদের হযরত আলী (রাঃ)
লেখকঃ ড. মুহাম্মদ আরিফুর রহমান
ফাহিম বুক ডিপাে
“Welcome to Aazeen Of Islam“
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
নাম ও বংশ পরিচয়
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঘনিষ্ঠ সাহাবী হযরত আলী (রা.) ইসলামের চতুর্থ খলীফা।
যে চারজন মহামর্যাদাবান সাহাবী খােলাফায়ে রাশেদীন হিসেবে মুসলিম উম্মার কাছে বিশেষ সম্মানিত, হযরত আলী (রা.) হলেন তাঁদের অন্যতম।
“DOWNLOAD LINK GIVEN BELOW”
তিনি মহানবী (সা.)-এর জামাতাও বটে। তিনি যেমন ছিলেন বীর যােদ্ধা, তেমনি ছিলেন জ্ঞানী ও বিদ্বান। রাসূল (সা.) তাঁকে’জ্ঞানের দরজা’ বলে আখ্যায়িত করেছেন।
শৌর্য-বীর্যের জন্য তিনি ‘আসাদুল্লাহ (আল্লাহর সিংহ), “ইয়াদুল্লাহ’ (আল্লাহর হাত), মুরতাজা (সন্তুষ্টি প্রাপ্ত) ইত্যাদি উপাধিতে ভূষিত হন।
ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকর (রা.)কে ‘সিদ্দীক’, দ্বিতীয় খলীফা হযরত উমর (রা.)কে ‘আল ফারুক এবং তৃতীয় খলীফা হযরত উসমান (রা.)কে ‘গণী’ বলা হয়, তেমনিভাবে হযরত আলী (রা.)কে মুরতাজা’ বলা হয়।
ইসলামের জন্য হযরত আলী (রা.)-এর অবদান অপরিসীম।