ঈমানের উপকারিতা || Aazeen Of Islam || এসো আলোর পথে

ঈমানের উপকারিতা
ঈমানের উপকারিতা অসীম, আল্লাহ তায়ালা পবিত্র কোরআন বলেন
الله ولي الذين أمنوا یخرجهم من الظلمات الى النور.
অর্থাৎ :-
“আল্লাহ্তায়ালা ঈমানদারদের বন্ধু,
তিনি তাদের অন্ধকার হতে বের করে সত্যের আলােকে পৌঁছে দেন।”
বস্তুতঃ আল্লাহ্ তায়ালা যার বন্ধু তিনি নিজেই তাকে আলাের দিশা দেন, তাকে পথ ভ্রষ্ট করতে পারে কে?
আল্লাহর বন্ধুতু লাভের চেয়ে বড় পাওনা তার আর কি থাকতে পারে?
বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ তায়ালার প্রিয় সে ব্যক্তি, যার পদ-ধুলি গ্রহণ করে ধন্য হওয়ার জন্য সমগ্র মাখলুক ব্যাকুল। তার এ উন্নত মর্যাদা লাভের উৎস কোথায়?
কিসের কল্যাণে তিনি এ মরতবা লাভ করলেন?
Aazeen Of Islam
এটা শুধু তার ঈমানের বরকতেই,
ঈমানের বরকতে মানুষ অনেক রকম পাপ ও সামাজিক অনাচার হতে আত্মরক্ষা করে থাকে।
যেমন, কোন রােজাদার ব্যক্তি রােজার দিনে নিজ নফসের তাড়নায় ও শয়তানের প্রলােভনে উদ্বুদ্ধ হয়ে নির্জনে কোন কিছু খানাপিনা করতে গেল; কিন্তু হঠাৎ মনে পড়ল আমার এ খানাপিনার ব্যাপারটা যদিও কোন মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু “সামীউম বাছির” আল্লাহ্ তায়ালা তাে দেখছেন। তার দৃষ্টির অগােচরে কিছুই নেই।