আল কোরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam

writer
মাওলানা দেলাওয়ার হােসাইন
গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
২.২মেগাবাইট
আমরা একমাত্র তােমারই দাসত্ব করি এবং তােমারই কাছে সাহায্য চাই-সূরা ফাতিহার মাধ্যমে এ কথা মানুষকে শিখিয়ে দেয়ার অর্থই হলাে, মানুষের কাছে
বিষয়টি পরিষ্কার করে দেয়া হলাে যে, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্কটা কি । মানুষকে জানিয়ে দেয়া হলাে, তােমরা শুধু আমারই দাসত্ব করবে এবং আমারই কাছে সাহায্য প্রার্থনা করবে-অর্থাৎ তােমরা কেবলমাত্র আমারই মুখাপেক্ষী হয়ে থাকবে।
আর এ কথাও পরিষ্কার যে, আমার মুখাপেক্ষী না হয়ে থেকেও তােমাদের কোন গত্যন্তর নেই, বিষয়টি তােমরা ভালােভাবে অবগত আছে।
আমার অনুগ্রহ ব্যতিত ক্ষণকালও তােমরা তােমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারাে না, আমার অনুগ্রহের ওপরেই তােমাদের সার্বিক অস্তিত্ব নির্ভরশীল।
এ জন্য তােমরা একমাত্র আমারই কাছে সাহায্য কামনা করবে এবং আমারই দাসত্ব করবে, এটাই তােমাদের একমাত্র দায়িত্ব ও কর্তব্য।
বস্তুত মানুষ কোন পশু বা প্রাণীর মতাে জীব নয়। যারা পৃথিবীতে এ কথা প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে, মানুষের অধঃস্তন পুরুষ হলাে পশু।
তারা মূলতঃ মহান আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কৌশল অবলম্বন করে গােটা পৃথিবীতে ভােগের এক ঘৃণ্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে চেয়েছে।
প্রকৃতপক্ষে কোন জ্ঞানবান মানুষই নিজের এই ঘৃণ্য অবস্থান কল্পনাও করতে পারে না।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী এ কথা আল্লাহর কোরআন মানব জাতিকে জানিয়ে দিয়ে বলেছে, মানুষকে আল্লাহর গােলামী করার উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে এবং এ জন্য তাকে মনুষ্যত্বের মর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে।
DOWNLOAD LINK GIVEN BELOW
ইতর প্রাণীর যেমন কোন ভবিষ্যৎ নেই, মানুষ তেমনি ভবিষ্যত্বীন সৃষ্টি নয়।
মানুষকে বিশেষ লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সৃষ্টি করা হয়েছে।
পূর্বেই এ কথা আমরা পবিত্র কোরআন থেকে উল্লেখ করেছি যে, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যস্থিত যা কিছু আছে তা খেল-তামাশার জন্য সৃষ্টি করা হয়নি।
একটি বিশেষ পরিকল্পনার ভিত্তিতে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। সেই লক্ষ্য ও উদ্দেশ্যের কথা গােপন রাখা হয়নি। আল্লাহ রাব্বল আলামীন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায়