আঁধার রাতের মুসাফির-PDF Download

আঁধার রাতের মুসাফির-PDF Download
নসীম হিজাযী
অনুবাদ
আবদুল হক
সম্পাদনা
আসাদ বিন হাফিজ

পাহাড়ের কোল ঘেঁষে বস্তি
তিন দিকে বাগান
দক্ষিণে সিয়ানুবিদার চুড়ায় বরফপাত শুরু হয়েছে। কেরার মত বিশাল বাড়ীর ছাদে রােদ পােহাচ্ছিল সালমা। ৫০ বছর বয়সেও শরীরের কোথাও ভাঁজ পড়েনি। আতেকা চৌদ্দ-পনর বছরের উঠতি বালিকা। আরব আর শেনীশ রক্তের সংমিশ্রণে গড়ে ওঠা এক অপূর্ব নারী প্রতিমা। বই হাতে সিড়ি ভেঙ্গে ছাদে উঠে এল আতেকা। | ‘চাচীজান, বই খুলতে খুলতে বলল আতো । বইয়ের জন্য সাঈদের ঘরে গিয়েছিলাম। ভেবেছিলাম তাড়াতাড়িই ফিরে আসব। কিন্তু জোবাইদার সাথে কথা বলতে বলতে দেরী হয়ে গেল। এখনাে গ্রানাডা থেকে সাঈদ ফিরে আসেনি। মনসুর খুব চিন্তা করছে। জাফর এবং জোবাইদাও দারুণ পেরেশান। জাফর বলল, সন্ধ্যা পর্যন্ত ফিরে না এলে তাকে খুঁজতে সে নিজেই গ্রানাডা যাবে। ওর ভয় হচ্ছে, গােয়েন্দারা তাকেও আবার খৃষ্টানদের হাতে তুলে না দেয়……
