হারিয়ে যাওয়া মুক্তো-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam

হারিয়ে যাওয়া মুক্তো-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
৭মেগাবাইট
লেখক
শিহাব আহমেদ তুহিন
একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালােভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম,
সে সময়ে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন।
আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি।
. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “সামনে তােমাদের জন্য রয়েছে ধৈর্য্যের সময়।
সে সময় ধৈর্য্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতােই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালাে কাজ করবে, তারা পঞ্চাশজনের সমপরিমাণ পুরস্কার পাবে।
জিজ্ঞেস করা হলাে, হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশজনের সমপরিমাণ?
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তােমাদের পঞ্চাশজনের সমপরিমাণ।’
(আবু দাউদ, হাদিস নংঃ ৪৩৪১) কোনাে কোনাে বর্ণনায় এসেছে, “তারা হচ্ছে সেসব ব্যক্তি, যারা আমার সুন্নাহকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে।”
একজন মুসলিম হিসেবে তাই আমাদের সবার কাছে সুন্নাহর গুরুত্ব স্পষ্ট।
রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি; ফিতনার সময়ে সুন্নাহকে আঁকড়ে ধরা, মানুষকে ভুলে যাওয়া সুন্নাহ স্মরণ করিয়ে দেয়া এবং হারানাে সুন্নাহকে জীবিত করার মর্যাদা কতােখানি।
DOWNLOAD LINK GIVEN BELOW
ঈমানের দাবীদার কোনাে মুসলিমই এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না।
রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হারানাে সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই ‘হারিয়ে যাওয়া মুক্তো’ বইটির জন্ম।
আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন।
ভালােবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যােহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়।
সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।