সূরা-মূলক কালার কোডেড Pdf (হরফের তাজভীদের নিয়মাবলী সহ)|| Aazeen Of Islam

সূরা-মূলক কালার কোডেড Pdf
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
৩.৭৭মেগাবাইট
আবু হুরায়রা থেকে বর্নিত, ‘কুরআনে ৩০ আয়াত সম্বলিত এমন একটি সুরা রয়েছে যেটি এর তিলাওয়াতকারীর ক্ষমার জন্য সুপারিশ করবে আর সেটি হলঃ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ’ আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বর্নিত অপর এক হাদিসে এসেছে ‘যে প্রতি রাতে সুরা মূলক পড়বে আল্লাহ্ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন’, রাসুলুল্লাহ (সাঃ) এই সুরা না পড়ে কক্ষনো ঘুমাতে যেতেন না। এত তাৎপর্যময় একটি সুরা, তাই চলুন জেনে নিই একটু এই সুরা সম্পর্কে।
সামগ্রিক ভাবে সুরাটিকে ৬ ভাগে ভাগ করা যায়,
১ম অংশঃ ১-৪ আয়াত। আল্লাহর শক্তি এবং ক্ষমতার বর্ণনা।
২য় অংশঃ ৫-১৫ আয়াত। জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। এই অংশে আকাশ হলো জাহান্নামের একটি প্রিভিউ আর জমিন হলো জান্নাতের একটি প্রিভিউ।
৩য় অংশঃ ১৬-২২ আয়াত। আসন্ন হুমকি। যে কোন সময় বিপদে পড়ার আশঙ্কা।
৪র্থ অংশঃ ২৩-২৪ আয়াত। ৪র্থ অংশঃ ২৩-২৪ আয়াত। এই অংশে শুধু দুটি আয়াত। এখানে বর্ণনা করা হয়েছে যে তিনি তোমাদের লালন পালন করেছেন, তোমাদের যৌবনের শক্তি সামর্থ্য দিয়েছেন, দেখার এবং শ্রবণ করার শক্তি দিয়েছেন, আরও দিয়েছেন অন্তর। আর বিনিময়ে তোমরা কেমন অকৃতজ্ঞ হয়ে পড়।
ডাউনলোড লিকং নিচে দেয়া হলো
তারপর তোমাদের বার্ধক্য এসে পড়ে এবং পরিশেষে তার কাছে ফিরে যাও। এই সব কিছু হলো মানুষের ক্ষুদ্র জীবন সম্পর্কে। সংক্ষেপে বলতে গেলে এই অংশ হলো সংক্ষিপ্ত এই জীবন সম্পর্কে এবং কিভাবে এটা কাজে লাগানো যায়।
৫ম অংশঃ ২৫-২৭ আয়াত। কুফফারদের প্রশ্ন যে কখন জান্নাত জাহান্নাম দেখা যাবে?
৬ষ্ঠ অংশঃ ২৮-৩০ আয়াত। মানুষ দুর্বল, ক্ষমতাহীন।