সহীহ মাসনূন ওযীফা-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam

সহীহ মাসনূন ওযীফা-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
২.২২ মেগাবাইট
লেখক
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
আবু হুরাইরা (রাঃ), আবু যার (রাঃ), মু’আয ইবনু জাবাল (রাঃ), সা’দ ইবনু উবাদাহ (রাঃ) প্রমুখ সাহাবী থেকে বর্ণিত
অনেকগুলি হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
তােমরা “লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বলবে,
কারণ এ বাক্যটি জান্নাতের ভাণ্ডারগুলির মধ্যে একটি ভাণ্ডার ও জান্নাতের একটি দরজা।
আবু আইউব আনসারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন, মেরাজের রাত্রিতে ইবরাহীম (আঃ) আমাকে বলেন :
আপনার উম্মতকে নির্দেশ দিবেন, তারা যেন বেশি করে জান্নাতে বৃক্ষ রােপণ করে …।
জান্নাতের বৃক্ষ রােপণ “লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলা।” হাদীসটির সনদ (হাসান)।
আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন :
“পৃথিবীতে যে কোনাে ব্যক্তি যদি বলে: “লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’
ডাউনলোড লিকং নিচে দেয়া হলো
(আল্লাহ ছাড়া কোনাে মা’বুদ নেই, আল্লাহ মহান, কোনাে অবলম্বন নেই এবং কোনাে ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া),
তবে তার সকল গােনাহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।”
হাদীসটি (হাসান)।