মুসলিম যুবসমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam

মুসলিম যুবসমাজের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়ন-Pdf আকারে ইসলামিক বই || Aazeen Of Islam
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
Writer
আব্দুদ্দাইয়ান মুহাম্মদ ইউনুছ
সম্পাদনা শাহ আব্দুল হান্নান
ড. আব্দুল বারী
ডা, আমিনুল ইসলাম ব্যারিস্টার হামিদ হােসাইন আযাদ
“BOOK REVIEW”
১. আধুনিক প্রযুক্তি মানবতার অকল্যাণে ব্যবহৃত হচ্ছে : আধুনিক যুগ হচ্ছে তথ্য ও প্রযুক্তির যুগ।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই তথ্য ও প্রযুক্তি যাদের হাতে রয়েছে তারা নিজেদের স্বার্থ হাসিল কিংবা উদ্দেশ্যমূলকভাবে মানবতার কল্যাণের পরিবর্তে অকল্যাণে ব্যবহার করছে।
ফলে অনেক জনপদ ধ্বংস হচ্ছে, আশরাফুল মাখলুকাত বনি আদম তার নির্মম শিকার হচ্ছে।
জাপানের হিরােশিমা-নাগাসাকিতে এটম বােমা নিক্ষেপ এবং আফগানিস্তান, ইরাক ও ফিলিস্তিনে আধুনিক মারণাস্ত্রের নির্মম প্রয়ােগ তারই জ্বলন্ত প্রমাণ।
২. বিশ্বে অশান্তির আগুন জ্বলছে : বর্তমান বিশ্বে কী দেখা যায়? চারদিকে শুধু অশান্তির দাবানল জ্বলছে।
সবল মানুষেরা দুর্বল মানুষের উপর অত্যাচার করছে, তাদের সহায়-সম্পদ লুণ্ঠন করছে। অনুরূপভাবে শক্তিশালী রাষ্ট্রসমূহ কর্তৃক দুর্বল রাষ্ট্রসমূহের স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে।
কেননা যাদের হাতে আধুনিক প্রযুক্তি রয়েছে তাদের আদর্শিক প্রতিদ্বন্দ্বীর হাতে তাদের মতাে তথ্য ও প্রযুক্তি না থাকায় তারা শঙ্কাহীনচিত্তে দাপট দেখাচ্ছে, হুমকি-ধমকি দিচ্ছে, আক্রমণ করছে, স্বাধীনতাসার্বভৌমত্ব লুণ্ঠন করছে।
“DOWNLOAD LINK GIVEN BELOW”
৩. বিশ্বে শক্তির ভারসাম্য নেই ; জ্ঞান, বিজ্ঞান ও দক্ষতায় পাশ্চাত্য অনেক অগ্রসর আর মুসলমানরা তাদের চেয়ে পিছনে থাকার কারণে বিশ্বে শক্তির ভারসাম্য নেই। তাই তারা মুসলিম দেশে আগ্রাসন পরিচালনা করতে দ্বিধা করছে না।
এভাবে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনের পেছনে মৌলিক কারণ হচ্ছে সমরশক্তিতে মুসলমানরা অমুসলিমদের তুলনায় একেবারেই দুর্বল।
মুসলিম বিশ্ব ও পাশ্চাত্যের সমরশক্তির অনুপাত ৩৯ মাত্রা। মুসলিম বিশ্ব যদি জ্ঞান-বিজ্ঞানে তাদের চেয়ে অগ্রসর হতাে। তাহলে তাদের পরাজয় সুনিশ্চিত ছিল।