চাঁদ ও কুরআন PDF-Aazeen Of Islam

চাঁদ ও কুরআন PDF-Aazeen Of Islam
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
১.০৫মেগাবাইট
পেইজ সংখ্যা
৭৬
লেখক
ডা. জাকির নায়েক
অনুবাদ
মােঃ আব্দুল কাদের মিয়া
চাঁদ এবং কুরআন
প্রকৃতির প্রকাশ:
চাঁদ মহান স্রষ্টার সৃষ্টিকুলের অগণিত প্রকৃতির মধ্যে থেকে একটি।
মানুষ সর্বদা প্রকৃতি সম্বন্ধে জানার জন্য উদগ্রীব রয়েছে।
আসমানের দিকে দৃষ্টি বুলায়, সে অগণিত তারকা, গ্রহ, সূর্য, চাঁদ দেখে চিন্তা করে এদের সৃষ্টি কীভাবে হলাে?
এই শক্তিশালী এবং সুন্দর ব্যবস্থাপনার মূল কোথায়?
এই সুন্দর প্রকৃতির প্রকাশ এর সৃষ্টির সম্পর্কে চিন্তা-ভাবনার দাওয়াত দেয়া কুরআন মাজীদে আল্লাহ তায়ালা মানুষকে এসকল নির্দশন এবং বাস্তবতার ওপর চিন্তা করার আহ্বান জানায়।
ডাউনলোড লিকং নিচে দেয়া হলো
চাঁদ এবং কুরআন মাজীদ :
বহু কুরআনের আয়াত এ সকল প্রকৃতির প্রকাশের রহস্যের পর্দা উঠিয়ে থাকে।
৩১ নং সূরা লুকমানের ২৯ নম্বর আয়াতে মহান রব ইরশাদ করেন
“তােমরা কি দেখ না যে, আল্লাহ তায়ালা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে।
তিনি সূর্য এবং চাঁদকে চালান, প্রত্যেকেই নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকে।’
সূরা নূহ এর ১৬ নং আয়াতে ইরশাদ করেন
‘এবং আল্লাহ চাঁদকে জ্যোতি বানিয়েছেন এবং সূর্যকে বানিয়েছেন উজ্জ্বল * চেরাগের মত।’