কুরআন ও সহীহ হাদীসের আলােকে মদপান ও ধূমপানের অপকারিতা-Islamic Bangla PDF Book Download

কুরআন ও সহীহ হাদীসের আলােকে মদপান ও ধূমপানের অপকারিতা-Islamic Bangla PDF Book Download
মােস্তাফিজুর রহমান ইবন আব্দুল আযীযআল-মাদানী
সম্পাদক
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
BOOK SIZE: 1.1MB
BOOK PAGE: 42 PAGES
বইটির রিভিউ হিসেবে বই কিছু অংশ এখানে হুবাহু তুলে দেয়া হলো আশা করি আমাদের এই নতুন উদ্যোগটির মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন ………
মদ্য পান অথবা যে কোনাে মাদকদ্রব্য সেবন
মদ্য পান অথবা যে কোনাে নেশাকর দ্রব্য গ্রহণ তথা সেবন (চাই তা খেয়ে কিংবা পান করেই হােক অথবা ঘ্রাণ নেওয়া কিংবা ইঞ্জেকশান গ্রহণের মাধ্যমেই হােক) একটি মারাত্মক কবীরা গুনাহ, যার ওপর আল্লাহ তা’আলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ ও অভিসম্পাত রয়েছে। আল্লাহ তা’আলা কুরআন মাজীদে মদ্যপান তথা যে কোনাে নেশাকর দ্রব্য গ্রহণ অথবা সেবনকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন। শয়তান চায় এরই মাধ্যমে মানুষে মানুষে শক্রতা, হিংসা-বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে মানুষকে গাফিল করতে। আল্লাহ তা’আলা বলেন,
“হে ঈমানদারগণ! নিশ্চয় মদ (নেশাকর দ্রব্য), জুয়া, মূর্তি ও লটারীর তীর এ সব নাপাক ও গর্হিত বিষয়। শয়তানের কাজও বটে। সুতরাং এগুলাে থেকে তােমরা সম্পূর্ণরূপে দূরে থাকে। তাহলেই তাে তােমরা সফলকাম হতে পারবে।
শয়তান তাে এটিই চায় যে, মদ ও জুয়ার মাধ্যমে তােমাদের পরস্পরের মাঝে শক্রতা ও বিদ্বেষ সৃষ্টি হােক এবং আল্লাহ তাআলার স্মরণ ও সালাত থেকে তােমরা বিরত থাকো। সুতরাং এখনাে কি তােমরা এগুলাে থেকে বিরত থাকবেনা??
[সূরা আল-মায়েদা, আয়াত: ৯০-৯১]
<<নিচে বইটির মিডিয়া ফায়ার লিকং দেয়া হলো ডাউনলোড করে নিন >>
উক্ত আয়াতে মদ্যপানকে শির্কের পাশাপাশি উল্লেখ করা, তাকে অপবিত্র ও শয়তানের কাজ বলে আখ্যায়িত করা, তা থেকে বিরত থাকার ইলাহী আদেশ,
তা বর্জনে সমূহ কল্যাণ নিহিত থাকা, এরই মাধ্যমে শয়তান কর্তৃক মানুষে মানুষে শক্রতা ও বিদ্বেষ সৃষ্টি করা এবং আল্লাহ তা’আলার স্মরণ ও সালাত থেকে গাফিল রাখার চেষ্টা এবং পরিশেষে ধমকের সুরে তা থেকে বিরত থাকার আদেশ থেকে মদ্যপানের ভয়ঙ্করতার পর্যায়টি সুস্পষ্টরূপেই প্রতিভাত
হয়।
<<আরো পড়তে বইটি ডাউনলোড করে নিন>>