কুরআন ও সহীহ হাদীসের আলােকে কেমন ছিলেন রাসূলুল্লাহর আলাইহি ওয়া সাল্লাম Pdf Download

কুরআন ও সহীহ হাদীসের আলােকে কেমন ছিলেন রাসূলুল্লাহর আলাইহি ওয়া সাল্লা Pdf Download
Welcome to Aazeen Of Islam
আমাদের ফেসবুক পেইজ: https://www.facebook.com/AazeenOfIslam/
আমাদের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/c/AazeenOfIslam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার
এখানে আপনারা আপাদত পাচ্ছেন ২০০+ ইসলামিক বই এবং পার্য প্রতিদিন ই নতুন নতুন বই আপলোড দেয়া হচ্ছে আমাদের সাইট টিতে
এছাড়াও আপনারা আ,আমাদের সাইটিতে পাচ্ছেন ইসলামি অডিও/ ভিডিও লেকচার এবং বিভিন্ন ক্বারীর কোরআন তিলাওয়াত,
আরও যুক্ত হতে যাচ্ছে অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
“Disclaimer”
১। আমাদের উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো নয়
২। আমাদের বই গুলো আমরা কখনো নিজে Pdf করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে
৩।বইগুলো যেহেতু আমাদের কালেক্টেড তাই প্রাকশণীর আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না সেক্ষেত্রে যে Pdf টি করেছে তার কাছে আপনি ক্লেইম করতে পারেন।
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
দারুস সালাম বাংলাদেশ
পৃষ্ঠা : ২২৬
সাইজ : ৬.৫১মেগাবাইট
যে ইহুদি মহিলা তাকে হত্যার উদ্দেশ্যে বিষ প্রয়ােগ করে বকরির গােস্ত , পরিবেশন করেছিল তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন।
রাসূলুল্লাহসাঃ খানিক গােস্ত ভক্ষণ করেন।
কিন্তু তিনি প্রতিশােধ নেননি।
অবশ্য পরে তার গােস্ত খেয়ে মারা যাওয়া বিশর ইবনে বারা বিন মারূরের কিসাস স্বরূপ তাকে হত্যা করা হয়।
রাসূলুল্লাহ সাঃ এর ক্ষমার আরেকটি উদাহরণ :
জাবের রাঃ বলেন, রাসূলুল্লাহ সাঃ নজদ অভিমুখে অভিযান পরিচালনা শেষে ফিরতি পথে কাটাদার বৃক্ষ ভর্তি একটি ময়দানে বিশ্রাম নেয়ার জন্য যাত্রা বিরতি দিলেন।
“Download Link Given Bellow”
সাহাবায়ে কেরাম ছায়ার তালাশে রাসূলুল্লাহ সাঃ হতে বিক্ষিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাঃ এ সামুরা নামক গাছের সাথে তলােয়ার ঝুলিয়ে তার নিচে বিশ্রাম নিতে লাগলেন।
জাবের রাঃ বলেন : আমরা সামান্য ঘুমিয়ে নিলাম। হঠাৎ দেখি রাসূলুল্লাহ সাঃ আমাদের ডাকছেন। আমরা তার নিকট গেলাম। লক্ষ্য করে দেখলাম, একজন বেদুইন তার নিকট বসা আছে। রাসূলুল্লাহ সাঃ বললেন : এ ব্যক্তি ঘুমন্ত অবস্থায়, আমার তলােয়ার নিয়ে নেয়।
আমি জাগ্রত হয়ে দেখি, তার হাতে উন্মুক্ত তলােয়ার। সে আমাকে বলল : তােমাকে আমার কবল হতে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ
এখানে বসা, এই সে ব্যক্তি রাসূলুল্লাহ সাঃ ও তাকে কোনাে শাস্তি না দিয়েই ছেড়ে দেন।