এহইয়াউস সুনান বা সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন PDF-Aazeen Of Islam

এহইয়াউস সুনান বা সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদআতের বিসর্জন PDF-Aazeen Of Islam
Welcome to Aazeen Of Islam
Aazeen Of Islam.com শুদ্ধ ইসলামী জ্ঞানের নানা উপকরণের একটি সমৃদ্ধ ভাণ্ডার এতে আপনারা অনেক শীঘ্রই পেয়ে যাবেন শত শত প্রবন্ধ, বই, ইসলামি অডিও/ ভিডিও লেকচার কোরআন তিলাওয়াত,
আরও অনেক কিছু যার জন্য আমরা প্রতিনিয়তই আপডেটের কাজ চালিয়ে যাচ্ছি।
আমাদের মূল উদ্দেশ্যঃ
১। দ্বীন প্রচার,
২।কম সচেতন মুসলিমদের মাঝে সচেতনতা সৃষ্টি করা,
৩।আমুসলিম ও নাস্তিকদের মাঝে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা,
৪।সকলের ভ্রান্ত ধারণার অবসান ঘটানো
আমাদের সাইটের APP
(NOW AVAILABLE ONLY FOR ANDROID )
https://drive.google.com/file/d/1Yh5xFhQ8-dLvWT5bprPtixdjDsACsinC/view?usp=sharing
“BOOK REVIEW”
লেখক
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
একদল বেদুঈন রাসূলুল্মাহ (রাঃ)-এর দরবারে উপস্থিহ হয়।
তাদের পরনে ছিল পশমী পােশাক। তিনি তাদের করুণ দুর্দশাগ্রস্ত অবস্থা দেখতে পান এবং তাদের অভাব বুঝতে পারেন।
তিনি সমবেত সকলকে (এদের জন্য) দান করতে উৎসাহ প্রদান করেন।
“DOWNLOAD LINK GIVEN BELOW”
উপস্থিত শ্রোতাগণ বেশ দেরি করেন (তাঁর ওয়াজ শােনার পরেও অনেকক্ষণ পর্যন্ত কেউ কোনাে দান করেন না), এতে রাসূলুল্লহ (রাঃ)বিচলিত হন।
এবং তার চেহারা মােবারকে তা বােঝা যায়। এমন সময় একজন আনসারী সাহাবী রৌপ্যের একটি পােটলা নিয়ে আসেন।
এরপর আরেক ব্যক্তি আসেন, এরপর ক্রমাগত মানুষেরা তাদের দানের দ্রব্য নিয়ে আসতে থাকেন। তখন রাসূলুল্লাহ (রাঃ)-এর চেহারা মুবারাকে আনন্দের ছাপ ফুটে ওঠে।